সম্পর্কগুলো কেমন যেন ঠুনকো হয়ে পড়ছে
যেন পাতলা টিন যাতে মুড়ি রাখা যায়
আঙ্গুলের আগা দিয়ে টোকা দিলেই ঠনঠন করে বাজে।


একই মায়ের পেটে জন্মেও মাত্র একশতক জমি, এমনকি দশ বা একশ টাকার জন্য খুনও হয়ে যায়
নীতি নৈতিকতা তো এখন মা গঙ্গার প্রাপ্য,  যখনতখন গড়িয়ে পড়ে, জল গড়িয়ে পড়ার মতোই, অবশেষে জলাঞ্জলি।


মানুষ মানুষকে কুপিয়ে মারছে কসাইয়ের ভূমিকায়
মাংস কাটার মতো টুকরোটুকরো করে ভাসিয়ে দেয় ডোবানালায়।


এখন নির্মমতা মশা মাছির মতো বেড়ে গেছে,
অবদমনের তাড়না তাড়াচ্ছে মানুষকে
নিঃশব্দ নৈসর্গিকতা বিলীন হয়েছে মানুষের মন থেকে।


শীতের ঘনকুয়াশায় আবৃত পথঘাটের মতো, আবৃত হয়ে পড়েছে মনন!


এখন সময় থমকে দাঁড়িয়েছে,
থমকে দাঁড়িয়েছে জীবনবোধ!


#বেনাপোল
২৫/০৩/২০১৮
রাত ১১:১২