পথের শেষ নেই, আছে বাঁক।
চিনতে না পারলেই
কপালে থাকে বিপদের পাঁক।


তাই বলি, শাক দিয়ে ঢেকো না মাছ
যদি করো তা, নাচতে হবে শাস্ত্রীয় নাচ।


জীবনে চলতে পার হতে হয় বহু ধাঁচ
বারবার গুনে দেখ তাই
হাতের আঙ্গুল ছয় নাকি পাঁচ।


বেনাপোল
২১ চৈত্র,১৪২৪
০৪/০৪/২০১৮