ভালোবাসা হৃদয়ঘটিত ব্যাপার
দেহ স্পর্শ লিপ্সায় ভালোবাসা শুকিয়ে যায়
নিয়মের বেড়াজালে ভালোবাসা মরে যায়
যেমন লিভিং টুগেদারকে  ভালোবাসা বলা যায়না
এটা সম্পূর্ণরূপেই যৌনতার একটি বিকৃত  মানসিকতার চুক্তিমাত্র
বাজারের প্রসাধন সামগ্রী কেনা - বেচার মতই ।


শুকিয়ে যাওয়া ভালোবাসায় পানি ঢেলে কোন লাভ নেই
শুকানোর আগে থেকেই পানি ঢালতে হয়
আগাছা তুলে ফেলে যত্ন নিতে হয়
ভালোবাসা আলু বেগুনের বাজার নয়
এখানে দামাদামী হয়না
ভালোবাসা অর্জণের ব্যাপার
কেনা যায়না , বেচাও যায়না ।


যে হৃদয় গহীনে ভালোবাসা বেঁচে রয়
সে হৃদয় কলুষমুক্ত
কলুষমুক্ত হৃদয়কে বাঁচাতে
হৃদয়ের খোরাক লাগে
আর সে খোরাক হলো নির্ভেজাল ভালোবাসা ।


শরীর বৃত্তীয় ভালোবাসা তো ভালোবাসা নয়
এখানে হৃদয়ের লেনদেন নেই
আছে বিকৃত কামনার এক যন্ত্রণা !


বেনাপোল
Kalam tea stall
২১/১২/২০১৭