যে জীবন মোহময়
সেটা জীবন নয়
যে জীবনে শিল্প নেই
সে জীবন মরণের সমান।
মোহহীন জীবনটা
এমনি এক জীবন
সেখানে অন্তত একটি
শৈল্পিক কিছু থাকে।
শৈল্পিক হতে মোহহীন হতে হয়
জীবনকে উপভোগ্য করতে
কিনতে হয় ভাবের জগত।
আমি কিনতে চাই
মহানন্দার বাতাস।
আমি কিনতে চাই
আকাশের নীল।
আমি কিনতে চাই
শরতের শাদা মেঘ।
আমি কিনতে চাই
শ্রাবণের রিমঝিম শব্দ।
আমি কিনতে চাই
পৌষের ঝলমলে রোদ।
আমি কিনতে চাই
ভাবের জগত।
আমি কিনতে চাই
আমার মায়ের শাসনের সুর
কিনতে চাই -
স্কুল পালিয়ে মার্বেল খেলার শাস্তি
পিঠের উপরে কঞ্চির ছপাৎ ছপাৎ শব্দ
খুব প্রিয় শব্দ
কেউ আছেন বিক্রেতা?
অনেক দাম দিয়ে কিনবো
দাস হতেও অনিচ্ছা নেই আমার।
আমি কিনতে চাই
জীবনের জন্য
এক অনন্য দর্শন
এক অমিয় জীবনবোধ।


১৫ জৈষ্ঠ্য ১৪৩০
২৯/০৫/২০২৩