শ্রাবনেরই আকাশ ছোঁয়া
লেখনী
বাতাসে বালির স্বপ্নিল
মাখা অদৃষ্টে
সেকে- মিনিট
হাপিয়ে, হাপিয়ে
ভুবন সাক্ষাতে
মন উর্বর সম্ভাবনা
তোপের নিশানায়
এক সাগর আষাঢ়ে
দুপুরে নিদ্রায় নিদারম্নণ
অদৃশ্য কামনাময়ী
নড়ে উঠে সাক্ষাতে
নিদ্রা অতিষ্ঠ লোমকূপ
বিন্দু বিন্দু ঘামের
বিচিত্র বিচরনে
উত্তাল কামনায় লাল সূর্য
অবিনশ্বর সময়ের তালে
প্রতিবার বিচ্যুত আলো
সম্বলহীন নিশ্চয়তার বিত্তহীন
অসহ্য আদি সময়ের
নির্ঘুম বিশ্রাম,
সময়ের কাঁটার না বলা আহ্বানে
অপেক্ষায় সন্ধ্যারই ধ্রম্নবতারা-


বদ্ধ এই মাটিরই ফুল
আসবে যে বন্ধুরা
সন্ধ্যার বটে বুঝি
পাখিরা ঘুমাবে
বলব কথা আমরা-


দিনেরই সৌহার্দে রাতের ভাবনা
আমরা শুনব
আমরা ভাবব
জনে জনে ঘাম ঝরিয়ে
ঘুইরা, ঘুইরা
রৌদ্রে পুইরা
ভবের চিন্ত্মায়
আছে কি সোনা মাটি
তোমরাই শোন-


ডাকাডাকি করে ময়না
অচিন পাখি গাছেরই প্রহরে
উড়ে যায় বারে বার
দূরে, দূরে বলে কথা
ভাবের শেষ শৃঙ্খল
নয়টি শিকের
যত সব, যত সব।


...........................