ইনসানে ঘেরা জীবন তন্ত্র
১৪শ' বছরের আদর্শে
বিধাতার অপরূপ কৃপায়
মন্দির মসজিদে জিকির ওঠে,
পুণ্যে ভরা দিন রাতে
সাধনের ভিন্ন কায়দায়
গোঁফে দাড়িতে সুবাস ছড়িয়ে
ওরা মরবেই-


জিহাদি বেশে পুণ্যের অন্বেষায়
দেব-দেবীর খেমটা নাচে
কত না বিভক্ত সংবিধানে
রাজার নীতির অনুশাসনে
নদী থেকে মরম্নভূমি
আকাশে বোমারম্ন আদর্শে
অন্ধ কল্যাণে ধ্বংসের আড়ালে
আজরাইল হাসে-


পথপ্রদর্শকের পরিচিত কর্তব্য
উম্মতের মাতাল স্বজ্ঞানে
স্বার্থের অবিভক্ত বিচরণে
ধর্মান্ধ কল্যাণ বয়ে আনে
হিংসার প্রতিরোধ-


নতুন আধুনিকতায়
জীবাণুর আসকারায়
পবিত্র কিতাব বাতাসে ওড়ে
নিয়মতান্ত্রিক কলুষিত কল্যাণ
নিরঙ্কুশ সংখ্যা ভারে
নেয়ে, খেয়ে, মেরে, ছুঁয়ে
অপবিত্র জীবন রথ।