শীতলের মৃদু ধ্বনি
নির্বিচারে অযথা বলে
সর্বসাধ্যে নানা কারণ
দেয়ালগুলির আদেশে-


স্ত্মব্ধ চিন্ত্মার প্রয়াসে
ভাবনার অভিন্ন সতেজে
মুহূর্তে বেড়ে ওঠা কর্তৃত্ব
নত মাথার ঝাঁকুনিতে
ভেঙে ফেলতে চায় অনিবার্য-


কথামাখা ছন্দপতনে
দিনের দারোয়ান বলে রাতকে
সৃষ্টির শ্রেষ্ঠ সাধন ধরা পড়ে
ফুলের বৃন্ত্ম লুকিয়ে হাসে
গন্ত্মব্যে ধরা দেয় অবিরত !


ভ্রান্ত্ম হৃদয় প্রলয় ভুলে
নিতান্ত্মই ঘর্মাক্ত আদেশে
ভ্রান্ত্মির শত নজরে
শান্ত্মির আশায় মোনাজাতে
নতুন ছায়ার সন্ধানে
কবিতার খাতার মহিমাকে
অবিরত সন্ধান করে।