চইলা গেলিরে স্বপ্ন মামা
তৃষ্ণা মিটলো না
অনাবিল রঙ তামাশায়
রংধনু ছুঁয়ে তেজি ফল
এক চুমুকে দিয়ে ডুব
জীবন সাথিরা দেয় হাসিতে
তরঙ্গের জিজ্ঞাসায়
বৃত্তাকার,


ডুইবা ডুইবা
ভালো লাগে না, ভালো লাগে না
ময়দানে, ময়দানে পবিত্র ঘোষনায়
লক্ষ কারবালা, মরম্নভূমি ঘেরা
ঘন কুয়াশায় বিধি নিষেধেরই
খুঁইজা, খুঁইজা, বাসনা মিটে না।


বাকহীন কল্‌ব
জীবনের শুদ্ধ ধারায়
কথায়, কথায়, মইরা গেছে
অন্ত্মিম সমবণ্টণ।


ঝলকে ঝলকে বিলাপে মশগুল।
কাঁধে কাঁধে অস্ত্মিত্বের বোঝা
বাধ্যকতার বাধ্যকতায়,
দিব না যে মোর ঠিকানা
সোনালি ঈগল ডানা ঝাপটায়
তলাবিহীন উস্‌কানি
ভুলেরই ভারে,
পলায়নে বাহক সুশীল।


কাকেরই মাংসে,
ঝল্‌সানো বাসনার, উৎসুক কামনা
কর্তৃত্বের গতি বাহক
এক নিশ্বাসে,
ফুলশয্যার শেষে শুরম্নতে
মইরা গেছে আমারই কাকাতুয়া
গোপন কথার নতি স্বীকারে
অবাধ্য আঙিনার ছলনায়
চিন্ত্মায় নিদ্রায়
নীরবে
লিখি কবিতা,


বন্ধু নয়ন মেলে জাগ্রতা,
ওইপারে জলস্নাদ
এই পারে সবুজ
মাঝখানে,
জল্পনার ভ্রমর।