মত্ত ঘোড়ার ঝাঁকুনিতে
অবাক চোখে নিস্তেজ
পথেরই সম্ভাবনা -


দৃষ্টি নিষ্ঠা খাদক
বড়াই সমেত ধৈর্যের অবাধ্যতা
কাঁদায় বিশ্বপ্রেমিক।


অধ্যবসায়ের অনুকূল নিশ্চিন্ত
গন্তব্যের বেলাভূমি -


বার্তার সুপ্রতিষ্ঠিত ভাবনাময়
ফলপ্রসূ অনুতাপে খেলে
অভিমান মাখা বিগ্রহে
আকাশের নীল ভেলা
তাপের তীব্র ঘাম
বিন্দু বিন্দু
বৈচিত্র্যের আদি রসে
সুগন্ধ ঘেরা প্রান্তরে
গান গায় ভূমিষ্ঠ ইচ্ছায় -


সোয়ারির ইঙ্গিতে’
বেপরোয়া মত্ত ঘোড়া .॥