নিয়তির বড়াইকে পাই ভয়
প্রতিবার,
রূপকথার ভুবনে অপরাজিত পথিক
মেঘের আড়ালে মগ্ন চিন্তা
অপরূপ কবিতার বাগান -


কতগুলো বসন্তের ফুলের মালা
শূন্যতায় মুখ ঢেকেছি
ভেবেই হলাম খেয়াহারা -


না আর নয়
সাগরে ঢেউ জীবনের দীর্ঘশ্বাস
জোয়ার ভাটা অব্যক্ত বেদনা
কান্নাগুলো আকাশের তারা
শিল্পের ছোঁয়া -


পারি না লিখতে যখন
আসে ঝড়
জীবন মাঝি হয়রান
বলে না পৃথিবী কথা
অসহ্য চাঁদও অদৃশ্য,
বসে থাকি
সকাল দুপুর রাত
মায়াও হয় না
জেগে ঘুমাই
লিখি গান
হই না হয়রান -