স্মৃতির অকপটে দাঁড়িয়ে মুক্ত চিন্তা,
কিছুতেই পারি না ভাঙাতে কলমের রাগ
অশান্ত ক্ষিপ্র মন চায় ভাঙতে বাঁধন
চলে যেতে চায় হিমাঙ্কের নিচে,
অসমাপ্ত কবিতা কেঁদে উঠবে
মাঝখানের শব্দের নৃত্য তালে
ভরে উঠবে মন,
ক্ষমা করব ভানকে
নিজেকে চিনবার আছে বাকি,
আপনাদেরও
চলে গেলেও থাকবে,
কিছু সমাপ্ত শব্দের মালা
চেষ্টা,
প্রেরণার বন্দনা -