স্মৃতির গীরি উপত্যকার
বাস করা নিয়তি
প্রতীক্ষিত সহবাসকে হাত মেলে
প্রতিনিয়ত জাগরিত সত্তা
বিকশিত উপসংহারগুলো
চুমু দেয়,


ব্যক্তি বিশেষ চোখে চোখ রাখতেই
ফেলে আসা অপরাধ
বৈচিত্র্যময় মুহূর্তগুলোকে হাতকড়া পরায়,


এই মহান সম্বোধন বড্ড সমীচীন
পেছনে তাকানো মিনিটের
ফুলঝুরিগুলো
নাচতে নাচতে গানে গানে
প্রিয় বন্ধুর গিটারের
মুহুর্মুহু তোপধ্বনি
এগিয়ে যাবার বৈচিত্র্যে
একগুচ্ছ কামনার সুবাসে
দেখিয়ে দেয় ভবিষ্যতের
নিয়তির বিধান
ভাবতে ভাবতে লুকিয়ে রাখা
কবিতার খাতাকে
দূরে সরিয়ে
ছাই দিয়ে সমাধিত প্রিয় কবিতাকে
বড্ড অসার মনে হয়,


অচিন্তনীয় ভাবনাতে
অনুকূল দৃষ্টান্ত
জাগরিত নয়া বেগের
সুদূর প্রসারী প্রয়াসে
আস্তে আস্তে সপথে
এঁকে দিতে চায়
ফের নিঃস্বার্থ আবেদন।