সাজানো বাগানের ফুলের
সুবাস ছড়ায় মায়া দেখাতে,
যে স্নেহ দিতে পারেনি মালিনী
বটের ছায়ায় কাটিয়েছি সময়
ফিরিয়ে দিয়েছি সরলতা
নীল আকাশের দ্বারপ্রান্তে
তোমরা কি জানো আমার ঠিকানা?


মেঘেরা প্রাশান্তি জাগায়
সবুজ তৃণ মনে করিয়ে দেয়
সেই দিনের কথা
ঘাসফুলেরই মালা
শুকিয়ে গেছে হৃদয়ের গোলাপ
জীবনেরই খরায়
আর কি পাব সেই সাথি
লজ্জাবতী সরল মুখখানি
হায়রে সময়ের প্রতীক
বিলিয়ে দিয়েছি দৃষ্টি
ধুধু প্রান্তর, বালুচরে
জীবন ক্যানভাসের চারিদিক -


এখন পেন্সিল তুলি কর্মের পথিক
তবুও পারি না আঁকতে ছবি
ছেলেবেলার মমতার
ছিল যে অনুভূতি
অক্লান্ত -


হারিয়ে গেছি আমি
ফিরে চাই সে সময়
চাই না ভালোবাসার মায়া,


আমাকে একটু একা থাকতে দাও।