কাঠগড়ায় ষড়যন্ত্র অসার
দ্বিমতে বিরুদ্ধাচার
প্রশ্নবিদ্ধ ধর্ষিত রাজার তন্ত্র
কালের নেতা নেত্রীর ফতোয়ায়
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার লোভে
নতুন পুরাতন চালে
ঘামে ভেজা, রক্তে কেনা
ধূষর বিবর্ণ সবুজ
মসনদে নীতি নির্ধারক জল্লাদেরা
দেয় গোল পুরনো পোস্টে
অস্ত্র হাতে রেফারি
বাঁশির সুরে
উত্তপ্ত রাজপথে
ফের গোনে লাশ
হুজুরের পেছনে দাঁড়িয়ে
নিরপেক্ষতার পুরনো শকুন
বিসমিল্লার দোহাইয়ে
কালো, সাদার সম্পূরক
বেকার, শিক্ষিত, কৃষক
ঝাঁকড়া চুলের বাউলের দল
একতারা ফেলে তলোয়ার ধরে
নতুন প্রজন্ম মুষড়ে ওঠে,


‘এবারের সংগ্রাম গণতন্ত্রের চশমখোরদের উৎখাতের সংগ্রাম
এবারের সংগ্রাম ভ- রাজনীতিকে শক্তি ছেদের সংগ্রাম’


অধিকারের নামে বোধ জ্ঞান জিম্মি করে যারা
মুখের গ্রাস হিন্য করে যারা
ক্ষমতার লোভে ভাগ্য ইমারত
সাধ্য করে যারা
এবার তোরা তেড়ে ওঠ,


‘আমরা চাই না তত্ত্বাবধায়ক
আমরা চাই না দলতন্ত্র
দরকার নাই রাজা
দরকার নাই উজির
দরকার নাই লাঠিয়াল’


এক ধমকে কেড়ে নেব কণ্ঠ
ফিরিয়ে নেব দিল্লিকা লাড্ডু
ফিরিয়ে নেব আস্থা
জনতার মঞ্চে হবে অবশ্যই সফল
সাবধান এ যুগের নব্য রাজাকার।