স্বপ্নের শেষ বৃত্তের ঠিক মাঝখানে
তোমাকে হতে হবে বাকহারা
প্রতিবাদের ভাষা আয়ত্তের বাইরে
বন্দি বাসনা অসহায় মনে
সময়ের কোমলতার প্রিয় ছোঁয়ায়
গলা চিপে মেরে ফেলতেই
হবে তোমাকে -

হাসিতে প্রতিটি মূল্য বুঝিয়ে
ফের আরোও একবার
করতে হবে ক্ষমা।