স্বপ্নের আঁধারে প্রদীপ জ্বেলে
মেলে দেখি তোমারি আঁখি
শুনতে পেরেছ কি মোর বাঁশি?


শরতের এর কাশবনে
উত্তাল হৃদয়ের
শেষ ইচ্ছাখানি
বোধ করি
জানতে চায় না মালিনী
খুঁজে বেড়াই ফুলপরী
দাঁড়িয়ে রয়েছি আমি
বসন্তের সভায়
হাতে মোর পেন্সিলখানি
কবিতার জন্মদাত্রী
চোখ ফেলতে নিরাশ করেনি
খুঁজতে নেই যে দ্বিধা
মিষ্টি মুখখানি
স্বপ্নের শেষ প্রহরে
প্রদীপ খানি।