কবিতাটা আর হলো না আমার লেখা শেষ !
হৃদয় টঙ্কার দেয়া বিচ্ছুরিত একটি দীর্ঘশ্বাস
স্মৃতি হয়ে গেল , নিয়তির রূঢ় নির্দশ—
হৃদয় নিংড়ে ঝরিয়ে দেবে তার সবটুকু নির্যাস ।
দীপিকার প্রজ্জ্বলিত অম্লান ছোট শিখাটাকে—
চুম্বন দেবে বলে প্রকৃতিটা বাড়িয়েছে মুখ ,
আচমকা নিবে যায় , শুধু তাতে জেগে থাকে
বিষাদ বেদনা ভরা দোদুল্যমান কম্পনটুক ।
সবেমাত্র যে কলিটি সুপ্তি ছেড়ে হলো মুকুলিত ,
ঝরে গেল ধূলি মাঝে মহাকালের নিঠুর নির্দেশে ।
ব্যথাহত রিক্ত বৃন্ত আকস্মিক হল বিড়ম্বিত ,
করুণ কান্নার রোল ভরে গেল নিস্তব্ধ আবেশে ।
প্রস্ফুটিত হবে বলে সজ্জিত করে রাখা ছোট ফুলদানি—
পড়ে আছে নিঃশব্দে , ব্যথিত বেদনাঘন রুদ্ধ বক্ষ লয়ে ,
কি এক অব্যক্ত ব্যথা ওর বুকে বিঁধে আছে জানি ।
নিয়তির ভ্রুকুটি-ছলা সব কিছু যেতে হবে সয়ে ।
                   ************