দ্বার খুলে দাও , খোলো বাতায়ন ,
               ঝলক আসুক মিষ্টি রোদের ।
(সেই) আলোর বাণে ভেসে বেড়াই ,
               চোখ খুলে যাক জীবন বোধের ।।


কেন আমরা এই আবাসে ,
               এসেছি কেন , থাকব ক’দিন ?
জবাব দেবে মুক্ত এ মন
               সুরের মাঝে জীবনের বীণ ।
সেই জীবন-বীণা বলে দেবে—
               দায় আছে ঋণ পরিশোধের ।।
               চোখ খুলে যাক জীবন বোধের ।।


চোখের আগল দাও গো খুলে ,
               পড়ুক চোখে আলোক ধারা ,
আলোর মশাল দাও জ্বালিয়ে
               (মনের) বদ্ধ কোণে পড়ুক নাড়া ।


সবাই যদি জ্বালাই আলো
               ঘুচবে আঁধার এই দুনিয়ার ।
আলোয় আলোয় যাক ভরিয়া ,
               থাকবে না আর কোনই আঁধার ।
দেখব সবাই উজল আলোয়
               জীবন মানে কী জানব মোদের ।।
               চোখ খুলে যাক জীবন বোধের ।।
                *******************