চিকিৎসক ছিলেন এক নাম লালু ডাক্তার ,
পূর্ববঙ্গের একটি গাঁয়ে ছিল তার চেম্বার ।
রোগীর সেবায় তাঁর কেটে যেত দিন-রাত ,
চিকিৎসা শাস্ত্রে তাঁর পরিপক্ক ছিল হাত ।
সুনাম ছড়িয়ে পড়ে দূর থেকে দূরান্তে ,
মানব সেবায় আস্তানা গড়েন শহরের এক প্রান্তে ।
নাড়ি ধরে বলে দিতেন ভিতরের রোগ তার ,
ন্যুনতম ফি নিয়ে দেখতেন তিন বার ।
রোগীরা সুস্থ হয়েও আসত করতে দেখা ,
ভগবান কাকে বলে তাঁকে দেখে যেত শেখা ।
একাত্তরের সন্ত্রাসে পাননি রেহাই তিনি ,
দেবতা সদৃশ ছিলেন মানুষের কাছে যিনি ।
দেশ ছেড়ে চলে আসেন এ পাড়ের আশ্রয়ে ,
সেবায় নিযুক্ত হন নিজস্ব সেবালয়ে ।
এখানেও সেই নীতি পরন্ত জীবনে এসে ,
জীবন উৎসর্গ করেন মানুষকে ভালোবেসে ।
বিগত দশকে তিনি চলে যান নিত্যধামে ,
ছলছল করে চোখ আজকেও তাঁর নামে ।
  
***
****************************************