বিনা সুতোর মালাখানি
বন্ধনহীন তাজা দুটি মন—
বাঁধিল গ্রন্থি দিয়ে
ঘাত প্রতিঘাতময় সারাটা জীবন ।


শুকনো সেই মালিকাটি
অম্লান স্মৃতিপটে আজো তাজা আছে ,
সেদিনের সেই ফুল-মালিকাটি
হৃদয় পরতে আজো নাচে ।


কত শত অপচেষ্টা ব্যর্থ হয়ে গেল ,
ছেড়েনি সেই বিনিসুতোর মালা ,
হৃদয় বহ্নিশিখা দাউ দাউ জ্বলেছিল ,
নিমেষে ঘুচিয়ে দিল জ্বালা ।


ভিন্ন হৃদয় দুটি সুতোহীন গ্রন্থিতে
বন্ধনে বেঁধে দিল পরস্পরে ,
ছেঁড়েনি সে গ্রন্থি , হয়নি শিথিল ,
দিয়েছিল কাছে এনে সুদৃঢ় করে ।


কোথা পেলে এত শক্তি , কোন্ যাদু বলে
ভিন্ন হৃদয় দুটি করিল অভিন্ন ,
শত ঘাত প্রতিঘাতে সেই মালিকাটি
করিতে পারেনি কেউ ছিন্ন ।
  ‡‡‡‡‡‡‡‡‡‡‡‡‡