তুমি না সেদিন বলেছিলে প্রিয়া
          কী করে কথা বলি না হলে আপন ,
সে কথা কি ভুলে গেলে এরই মাঝে
          সে দিনের সেই দূর-আলাপন ।।


ধূপ যদি পুড়ে যায় গন্ধ বহে ,
দিন চলে যায় তবু স্মৃতি রহে ,
গরজিলে মেঘ তবু কী করে বলো
          ময়ূর ভুলে যায় কেকা-নাচন ।।
          কী করে কথা বলি না হলে আপন ।।


বৃথা কি সে মন দেয়া, বৃথা আশা-লতা !
মুছে কি ফেলতে হবে চলে যাওয়া কথা ?
বলো তো ছিন্ন করে দেবই না হয়
          তোমার জন্য যত গীতিকা লিখন ।।
          কী করে কথা বলি না হলে আপন ।।
          *********************