শুয়োপোকা , শুঁয়োপোকা ,
তোরা বড্ড ভারি বোকা !
গাছ ছেড়ে ছুটে আসো ঘরেতে ।
শিশুরা সুন্দর হয় ,
তোদেরকে লাগে ভয় ,
প্রজাপতি হোস কেন এত পরেতে !
বিচুটি পাতার মত
গায় শুঁয়ো শত শত
তাইতো তোদের লাগে এত কদাকার !
প্রজাপতি ভালোবাসি ,
তোরা এত রাশি রাশি !
অকালে মরে যেতে হয় বেশি তার ।
গাছেতে থাকিয়া তোরা
ডানা নিয়ে দুই জোড়া
উড়িয়া বেড়ালে শুধু ফুল থেকে ফুলে ,
কত মজা হতো বল্ !
খুশি হতো ধরাতল ,
কদাকার শৈশব যাইত ভুলে ।
পাতা খেয়ে করো শেষ ,
গাছ-পাতার ধরো বেশ ,
শৈশবে তোরা শুধু করো অপকার ।
ছোট প্রজাপতি হলে
ছুটিতাম দলে দলে ,
দিতাম উজার করে এত উপহার !


মথ-শুঁয়ো বলে শুনে
চার পর্ব গুণে গুণে
আমরা না থাকি যদি কোথা পাবে গুটি ?
মূককীট হয়ে মোরা
শোনো খোকা আনকোরা—
গুটির মাঝেতে থাকি হয়ে গুটিশুটি ,
তাইতো তোমরা পাও
যেমন রেশম চাও ,
আমাদের মৃত্যুতে চাষীদের জয় ,
কর না গো অবহেলা ,
মনে রেখো এইবেলা—
সব ভালো যার শেষ ভালোটা হয় ।
    ******************