পৃথিবীর আদি তুমি , তাই কি আদিত্য !
দিবাকর , দিন তুমি বয়ে আনো নিত্য ।
সূর্য তুমি দিনমনি সারাদিন থাকো ,
ভোর বেলা ঊষা হয়ে নিদ ভেঙে ডাকো ।
রবি মামা , দিয়ে হামা পূব দিকে ওঠো ,
ভানু হয়ে পশ্চিমেতে প্রতিদিন ছোটো ।
তপন , তাপিত করো পৃথিবী নিয়ত ,
প্রভাকর , প্রভা দানে থাকো তুমি রত ।


দিনের দেবতা তুমি তাইতো দিনেশ ,
বিভাকর , বিভা তুমি দানো নির্বিশেষ ।
ভাষ্কর নামেতে তুমি সুচির ভাস্বর ,
সবিতা যে ছন্দহারা বলে পরস্পর ।
দিবাবসু বিভাবসু কত নামে আর —
ডাকি বলো , হে অরুণ , জগতের সার ।
        ******************