ওরে নিশ্বাসের বিশ্বাস নাই,
এই আছে তো এই নাই!  
জীবন’ত ক্ষণিকের।
বৃথায় অঙ্ক কোষা গড় আয়ু, সবই তো প্রান বায়ু।


বাতাস বেরিয়ে গেল…  
আর যদি ফিরে না আসে, চিন্তার কারন।  
ভেতরে যাওয়া আর আসা, সময় কতক্ষণ?
এক ক্ষণও না, মাত্র এক পলক।
এটাই জীবন, বাকিটা মরণ।

ওরে মৃত্যুকে ভয় পাস না…  
সে তোর সাথেই আছে,
জীবন তো মৃত্যুর অতীত!
এ সব নিয়ে ভাবিস না…  
শুধু কল্যাণময় কাজে ডুবিয়ে দে নিজেকে
দেখবে লোকে, মৃত্যুর পরেও তুই বেঁচে আছিস।  
==========================