সবই নিং‌ড়ে দি‌য়ে‌ছিলাম তোমা‌কে
অামার যা কিছু ছিল;
বিশাল বু‌কের জ‌মিনটা
যেখা‌নে তু‌মি মাথা রাখ‌তে,
এখন প্রান্তহীন মরুভূ‌মি
অাপ্রান্ত চিড় ধরা, ঝলসা‌নো, তামা‌টে;
জলভরা দু‌টি চোখ
স্বপ্নহী‌নে এখন কাঠ-কাঠ শুক‌নো
অথচ তু‌মি এখা‌নেই ছি‌লে !
একটাই মন, বিনা শ‌র্তে দি‌য়েছিলাম
সেখা‌নে এখন ইটভাটার মত ক‌লিজা পো‌ড়ে
নিঃশ্বা‌সে তাই উৎকট গন্ধ !
কিছু স্বপ্ন, কিছু অাশা
অার অাটলা‌ন্টিকসম একবুক ভালবাসা
এই অার কি ! অার কিছু ছিলনা অামার,
কিন্তু এসবই ছিল অ‌বৈষ‌য়িক
তাই জীব‌নের বাস্তব হি‌সে‌বের ম‌ধ্যে
অান‌তে পার‌নি হয়‌তো।
ভাল থে‌কো, খুব ভাল।