আজি মান ভেঙে এসো নটবর
কহো কথা , ভুলো ব্যাথা ওগো মনোহর ।


তুমি বিনে দেখো রিক্ত ধরা, প্রাণোহারা, মলিনও বদন,
এসো সিক্ত করো সখা,
দিয়ে দেখা, ঝড়ায়ে তব মম বারি।


ওহে নিশি শশধর, সখা মনোহর,
হাসো হাসো আরও হাসো
ঝড়ে জোসনা।


তুমি রূপে দ্বিজরাজো ,সুদর্শন ,
অতি মোহন, করো আকর্ষণ প্রাণোহরা।


তুমি তপ্ত মরুর বুকে ছুটে চলা  শীতল বারিধারা ,
করো তৃপ্ত পিপাসীতে মম চিত্তে
তব প্রেমিকের পিয়াসী হৃদয়,
করো করো।


এত তুমি সুন্দর দেখি যখন
ভুলি ব্যাথা মনে জাগে নব আশা।


চাহো চাহো ওগো স্নিগ্ধ আঁখিপতি
চাহো মোর পানে ,
মহাপথ মাড়ি ছুটিয়া এসেছি
তোমারে দেখার তরে।


বোসো বোসো ওহে মনোহর
পড়াইতে দাও গো মালা,
তোমার জন্য গাঁথিয়া এনেছি
এ ফুল স্বর্গ হইতে পাড়া।


রেখো রেখো ওহে সুদর্শন
আমায় রেখো গো মনে,
আমার কথা ছিটিয়ে দিও
তোমার হৃদয়ের গুলশানে।