আবার আসে ফিরে ফিরে, বিরহে পোড়া হৃদয়ে
জোনাকির পথ ধরে অবিকল সর্বনাশী প্রেম নিয়ে।
ভুলে গেছি কোন একদিন ভালবেসেছিলাম
কোন রমনীকে। হাত ধরেছিলাম
নির্জন কোন গাছের ছায়ে, নদীর তীরে
দেখতে সেই যুবতীরে আবার যাব ফিরে
ক্লান্ত চোখে একবার পূর্ণ চাঁদের আলোতে
প্রেয়সীর সুন্দর মুখখানা আপন আরশীতে।
আবার ফিরে আসে মোহ নবদ্যোমে, নতুনরূপে
একই ঢঙে-একই রঙে, এখানে আমায় সোপে
দিয়েছে, তার মনের ব্যথাগুলো আড়াল করে
বেসে অনেক ভাল আমায় এই পৃথিবীর পরে।
গোধূলীর আলো-ছায়া ঘেরা ধুসর রজনী
পেরিয়ে, প্রেমের বসন্ত আনে আবার অভিমানিনী।
আবার আসে ফিরে ফিরে, বিরহে পোড়া হৃদয়ে
জোনাকির পথ ধরে অবিকল সর্বনাশী প্রেম নিয়ে।