বাংলাদেশের স্বাধীনতার পরে
এত বছর ধরে
রাজনীতি করছ কর ময়দানে-মাঠে
পূর্ণোধিকার আছে তা করার বটে।
তবে দেশটা তোমার একার না
নিজেকে কি ভাব তাও দেখার না-
আমরাও অংশীদারিত্বের দাবীদার বোধ করি
আহা! মরি মরি!!
একথা শুনে তোমার ক্যান গা জ্বলে?
লাজে যেতাম মরে তোমার জাগায় আমি হলে।


শুধু হরণ করতে পারি না অযথায়
অন্যের বস্ত্র খুব সহসায়!
আমাদের ফলিত ফসলে মই দিতে এসোনা
হিতে বিপরীত হবে, তাও কি বোঝনা?


ক্রোধের আগুন দাউ দাউ জ্বলে দ্বিগুণ
উপবাসী আমরা, তোমার ঘরে ফাগুন।
তবুও ক্যান অভিমান করে মুখ ঘুরিয়ে রাখো?
সতীন লাগি কি তোমার! পিছন ফিরে থাকো?


বাংলাদেশের স্বাধীনতার পরে
কত বন্ধু পিরিতির মজমায় হাত ধরে
প্রতিশ্রুতির বানে ভাসিয়ে আদরে-কদরে
মাথায় হাত বুলায় কতনা করজোরে।
বাংলাদেশের স্বাধীনতার পরে
কতবার কত সখা আমাদের ঘরে
কুটুম হয়ে এলো, তার হিসেব নেই জানা
আসতে তো নেই মানা?
ওই একটা দিনই পোলাও-কোরমা জোটে
ভুলে যাও সবাই জিতলে বিপুল ভোটে।


বাংলাদেশের স্বাধীনতার পরে
জন্মেছি বলে, বিকলাঙ্গ মনে করে
অসুস্থ্য মনোবিকারের পরিচয় দিও না,
মগজে-মননে-চেতনায় সকলে আমরা সমমনা।
সুযোগ দিয়েই দেখ, দারুন দক্ষতায়
বদলে দিব বাংলাদেশ নিরন্তণ সজীবতায়।