প্রতিজ্ঞা করো আমার শুণ্য নীড়ে
যদি অনায়াসে বাসা বাঁধে সঙ্খের মত
কোন ডাহুক ডাকা সন্ধ্যার ঝলমলে
আলোক সজ্জায়, কোন হৃদয়িনীর লাবণ্যপূর্ণ হৃদয়,
হারিয়ে যাবে না তো মাঝরাতে ওঠা তাঁরাটির মত?
যে কিনা ভোরের আবীরেই লুকিয়ে পড়ে অজানায়।


অথবা রূপকথার রাজ্যের রাজকন্যার মত,
ছোট বেলাকার রাজকন্যারা হারিয়ে যায়,
যারা হারিয়ে গেছে কেবলই গল্পের মতই?
ঘুমের অতলে কত যে রাজকন্যারা
উকি দিত স্বর্প্নে গোহীনে, আজ কেউ নেই,
সুদুর ছেলেবেলায় হারিয়ে ফেলেছি।


প্রতিজ্ঞা করো?
টগবগে গোলাপের মত হৃদয়ে ফুঁটে থাকো আমার
প্রতিজ্ঞা করো! আমার প্রথম মৃত্যুকে সাবলিল সত্য
বলে মেনে নিবে, অস্তায়িত দিনমণির মত?
তোমার কপালের লাল নক্ষত্র ক্ষয় হয়ে গেছে
ঝরা বকুলের মত,
ক্ষয়ে যাচ্ছে না শুধু লক্ষ্যস্থিত প্রতিজ্ঞাগুলি
যা আমায় প্রসঙ্গতঃ প্রতিজ্ঞা করেছো।


প্রতিজ্ঞা করো বিপুল পরিমাণ পথ
পাড়ি দিতে হবে এক সাথে, মনে-মন রেখে
হাতে-হাত রেখে, হৃদয়ে-হৃদয় প্রতিস্থাপন করে,
নিরঙ্কুশ অনিঃশেষ বিজয় যেন অপরিসীম
নির্ভিক স্বপ্নের, প্রেমের আর অপ্রতিরোধ্য মায়ার।


প্রতিজ্ঞা করো ছেড়ে যাবে না আমায়
রাত্রির আঁধারে, নির্জন পাথারে,
অবিবেকের দুয়ারে, বিপর্যস্ত কদাকারে
বড় একা করে খুব তুচ্ছ করে আমারে।


প্রতিজ্ঞা করো! আমার প্রথম মৃত্যুকে সাবলিল সত্য
বলে মেনে নিবে!
নিত্য সত্য সুন্দর অস্তায়িত সূর্য্যরে মত!