আমি হবো
হাসান মাহমুদ

আমি হবো
নীল আকাশের মতো।
যেখানেই যাই যেনো
নাহি থাকি নতো।

আমি হবো
নীলাদ্রি পাহাড়ের মত,
আমাকে ছুঁয়ে সবে
দেখবে তাদের মতো।

আমি হবো
হিমালয়ের মতো,
উঁচুতে উঠিব আমি
হবোনা কখনো নতো।

আমি হবো
বৃহৎ সাগরের মত,
আমাকে পাবেনা খুঁজে
অসীম চেষ্টায় শত।

আমি হবো
কালো রাতের চাঁদ,
আমি না হেসে
হাসাবো কালো রাত।

আমি হবো
প্রভাতফেরির লাল রবি
উদিত হবো সবে
আমার জীবনের ছবি।

১১/০৮/২০
দুপুর ৩ঃ০০
৮৩নং