হে প্রেয়সী জননী
হাসান মাহমুদ

তোমাকে খুঁজেছি হে প্রেয়সী জননী
আমার গ্রাম বাংলা গাঁয়;
সকালের সোনালী রবির  বুকে
টক টকে লাল আলোয়।

শত বার মরেছি আমি
দেখিতে গিয়ে তোমারি রূপ
কত চমকে উঠেছি আমি!
হয়েছি নিরব স্তব্ধ চুপ।

তোমারি রূপ খুঁজিতে গিয়ে
খুঁজি নাকো বসুতির রূপ
কেমন ফিরাবো আঁখি বলো
আমারি আঁখি যেনো চুপ।

তোমারি প্রেম সুধা আমারি দিলে
গেঁথে আছে অহর্নিশি
তুমি তো আমারি প্রেম
ওগো সুন্দর মাতৃ প্রেয়সী।

তোমারি বুকে ঠাঁই এই মোর
তোমারি স্তনে জীবন পেলো;
তোমাতে বাড়িয়ে জীবন জ্বালা
তোমাতেই অন্ধকার তোমাতেই আলো।

হে প্রেয়সী জননী মোর!
তোমারি মায়া কাননে দিয়ো ঠাঁই
করে রেখো পুষ্পিত মোরে
জীবনের ক্ষণে তোমাতে যেনো পাই।

তোমারি চলন বলন যেনো
অবলা সুশ্রী তরুণীর রূপে
তোমারি রূপ যেনো ঠাঁই
নক্ষত্র গ্রহের স্তুপে।

হে জননী! তাকালে তম রূপে
ভুলে যাই সকল ব্যথা
মনে লয় নিরবে নির্জনে
বলি মনে অব্যক্ত কথা।

তোমাকে দিলেম শত ভক্তি
দিলেম অমলিন ভালোবাসা
চিরো সবুজের বুকে বেঁচে থাকো
জনম জনম এই টুকু আশা।