অনুবাদের শহরে বহু মানুষের ভীরে দন্ডিত আমি একা। সম্বল শুধু কার্বন পেপারে লেখা তোমার ডাক নাম। আলো আঁধারিতে এখানে কারো চোখে চোখ রাখা দায় । শিলালিপির সেই অক্ষয় যুগ আর নেই, ভালোবাসা এখানে ঔষধি বৃক্ষ, আয়ু বড়জোর এক কি দুই বসন্ত। কেউ এখানে হাসিমুখে বাঁচে না। মন খুলে কেউ বলে না "ভালো আছি"। তবু আমি আশায় থাকি মানুষ একদিন অরন্যের কাছেই ফিরে যাবে, মানুষ ফিরে পাবে অনন্তের উত্তরাধিকার, সেদিন আমিও তোমাকে প্রাণখুলে বলবো, ভালোবাসি, বড় ভালোবাসি।