এতোটা বসন্ত কি করে কাটালে জানতে চাইনি,
জল ঘোলা করলেই নদী হারাবে তার যৌবণ,
ভেঙে যাবে বিকিনিকির হাট,
জীবন অন্য কোথাও খুঁজে নেবে পোতাশ্রয়,
আবার শুরু হবে নতুন দর কষাকষি,
তার চেয়ে থাকুক সে সব জিজ্ঞাসাবাদ,
আমি জানি তোমার সব মিথ্যাচার,
তুমি জানো আমার গোপন পাপ,
আমরা দুজনেই জানি ব্লেডের মতো দুদিকেই কাটছে মহাকাল....
সব ভুলে এসো গা ভাসিয়ে দেই চলতি স্রোতের গতিপথে,
চলো ভুলে যাই স্বচ্ছ জলের নিচের থাকে কাদামাটি..