বন্ধু, যেওনা এখনই, থাকো নাহয় আরও কিছুক্ষণ,
থাকো উষ্ণ হৃদয়ের কাছাকাছি, থাকো দৃষ্টি সীমায়,  
আরও কিছুটা সময় নাহয় কাটুক মৌন ভাললাগায়,
কিছু রৌদ্র ছায়ার গোপন ভালোবাসাবাসির লুকোচুরি
খেলা দেখি দুজন নাহয় বসে পাশাপাশি কিছুটা সময়,
বুকের ভেতর তোমায় নিয়ে কিছু স্মৃতি নাহয় জমুক,
আজ দুপুরে বুকের ঘরে তোমায় ঘিরে ভালোলাগার
একটি কোকিল না হয় গলা ছেড়ে ইচ্ছেমত ডাকুক,
প্রানের ভেতর আজ দুপুরের সুর তুলে রুমঝুম নুপুরে
তোমায় ঘিরে কিছু ঘোরলাগা রঙের ছোঁয়া নাহয় লাগুক,
তোমার সাথে এক জীবনের কিছু মধু প্রহর নাহয় কাটুক,
মাঝদুপুরে মনের ঘরে তোমায় ভাবনায় একটি একলা
জোনাকপোকার রঙিন আলো নাহয় তুমুল সুখে জ্বলুক।    


বন্ধু, এই চোখে নাহয় আজ একটু ভুল করা চোখ রাখ,
এই চোখে মেঘ বিদ্যুতের ঝলক আছে, ভালোলাগার
প্রশ্রয় আছে, জুড়ে থাকার, সাথে বাচার আস্থা আছে ।  
মন হারানোএই প্রহরে কিছু মধুময় ভুল না হয় হোক,  
এই কঠিন হাতে নাহয় একটু রাখ তোমার নাজুক হাত,
ছুঁয়ে দেখো এই হাতে প্রিয় মানুষের ছোঁয়া আছে, আছে
নির্ভরতার আশ্রয়, আছে পাশে থাকার, ছুঁয়ে বাচার ঈপ্সা।


বন্ধু, যদি ভালো না বাসো, যদি ফিরে যাবে বলে এসে
থাকো তবে ভুলেও কখনো হৃদয় দিয়ে হৃদয় ছুঁয়োনা,
চোখে থেকে চোখ ফিরিয়ে নেয়া যায়, ধরে রাখা হাত
ছেড়ে দেয়া যায় কিন্তু হৃদয় খেলায় হৃদয় দিয়ে হৃদয়
স্পর্শ করলে না কখনো চোখ ফিরিয়ে নেয়া যায়, না হাত
ছেড়ে দেয়া যায় , না হৃদয় ফেরানো যায় কোনদিন ।