- যান ফুটেন আপনি, খালি বড় বড় কথা বলতাছেন আর
এই দিকে আমার আজকের রাতটা নষ্ট করে দিলেন, রাত
অনেক হয়ে গেছে, এখন তো আমি আর কোন খদ্দেরও
পাব না ... যত্তসব ......।

- ঐ সামান্য টাকা নিয়ে তুমি ভেব না, আজকের রাতের জন্য
তোমাকে ঐ ৫০০ টাকা আমি দিয়ে দেব ...।

- কাজ করলে টাকা দিবেন, না করলে না, আমি কি ভিখারি
যে শুধু শুধু আপনার টাকা নিতে যাব ...।

- আমি আজ তোমার অনেক সময় নিলাম, আমার জন্য
তোমার আজ অন্য খদ্দের ধরা হল না সেজন্য আমার কাছ
থেকে নেবে টাকা ।

- প্রথম প্রথম যখন এই ভাড়ার লাইনে নামি, অনেক বোকা
আছিলাম তহন, এমনও হয়েছে তিন চার জন লোকের
সাথে কোন পাকা কথা না বইলাই অচেনা জায়গায় চইলা
গেছি, সারারাত ফুর্তি শেষে ঐ বদ লোকগুলান আমারে কোন
টাকা পয়সা তো দেয়ই নাই উল্টে চাকু দেখিয়ে ভয় দিয়ে আমার
কাছে সামান্য যা কিছু ছিল তাও কেড়ে নিয়ে রাস্তায় ছুড়ে
ফেলে দিয়েছে ......।

- এই সব অন্ধকারের গোপন খবর সভ্য মানুষের দরজায়
কখনো পৌছায় না ..............................।

- আপনি দেহি খালি বোকা বোকা কথা কন, এখন আমি
অনেক চালাক হয়ে গেছি, তাই আজকাল দূরের কোন
অচেনা জায়গায় আর যাই না, লোক সন্দেহ হলে তার
সাথে কাম করি না, আগে দরদাম ঠিক কইরা নেই, টাকা
হাতে না নিয়ে আর কোন কামেই নামি না, তাই কেউই
আর আমারে আগের মত সহজে ঠকাইতে পারে না ।  

বিদ্রঃ আজ প্রকাশিত হল “নিশিকন্যা” সিরিজের উনবিংশ পর্ব । আমার ভাবনা যাকে এই লেখার কেন্দ্রীয় চরিত্র আমি হিসেবে দেখা যাবে এবং একজন কল্পিত অন্ধকারের মেয়ে যাকে নিশিকন্যা বলে জানে সমাজ, ভেতর তার পেশাগত কিছু বিষয়ের কথোপকথন বা dialogue ঘরানার এই লেখার মাধ্যমে কিছু সত্য উদঘাটনে ব্রতী হয়েছি । আমাকে বেশ কয়েকটা এন জি ও র সাথে বেশ কিছু যৌনকর্মী ও তাদের সন্তানদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন মুলক প্রকল্পে কাজ করতে হয়েছে, সেই সুবাদে এদের জীবনধারা খুব কাছ থেকে সরাসরি দেখার সুযোগ হয়েছে, সে অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে এই লেখা প্রথমে এই এই সিরিজটি আমার কাছে লেগেছে গল্প ও কবিতার মাঝা মাঝি, ভাষা ও গঠনে আছে গল্পের ছোঁয়া, পরিবেশনায় আছে কবিতার আমেজ, আমার মুল ইচ্ছের যে জায়গাটি ছিল তা হল সাধারণত কথোপকথন যেমন হয় ঠিক তেমন অবিকৃত ভাবেই এই তাকে তুলে আনা, অনেকে হয়তো এই লেখায় কাব্যিক ঢং প্রত্যাশা করতে পারে কিন্তু আমার মনে হয়েছে ওরকম কিছু আরোপ করলে লেখা কৃত্রিম হয়ে যাবে, কাব্যিকতা দিতে গিয়ে তার বক্তব্যের সাবলীলতা হারাবে, তাই ঐ পথে হাটি নাই । যারা আগের পর্ব গুলো পড়েননি তাদের ক্ষেত্রে বলব, ওগুলো পড়ে নিলে সিরিজটি বুঝতে সুবিধা হবে । এই সিরিজের পাশাপাশি থাকছে সিরিজ “লোকাল সার্ভিস” । পড়ার আমন্ত্রণ রইল ।