প্রথম সকালের ঘুমভাঙা চোখে চেয়ে থেকে দেখা  
নবীন স্বপ্নের আশা জাগানিয়া প্রভাতফেরি শেষে  
কিছু অপারগ ইচ্ছেভুলে পিছে ফেলে আসা পুরনো
ঠিকানায় বারবার ফিরে ফিরে আসে ব্রাত্য জীবন
শুধু নিছক বেঁচে থাকার জৈবিক রসদের খোঁজে,
স্বপ্ন শেষের জাগরনে বড় বেশী সুর কেটে যায়,
স্বপ্ন শেষের দিনগুলো বড় বেশী দীর্ঘ মনে হয়,


জীবনের খোলা বাতায়নে আশাতুর স্বপ্নের খেয়ালী
অনুরণন শেষে পাওয়া না পাওয়ার চেয়ে হারানোর  
শূন্যতার কষ্ট অনুভব বড় হয়ে হৃদয়ের কুল ভাঙে,  
ঘুমঘোরে স্বপ্নের বহুগামী আসা যাওয়া তবু ফিরে
ফিরে অকারন রাঙিয়ে যায় নশ্বর জীবনের বেলাভুমি,
রেললাইনের মত সমান্তরালে প্রত্যাশার উষ্ণ রোদে
অনন্তের পথে পাশাপাশি হাটে স্বপ্ন ও জীবন,
দেখা হয়, কথা হয় রোজ আকাশের সাথে
দেখা হয়, কথা হয় রোজ কবিতার সাথে
দেখা হয়, কথা হয় রোজ স্বপ্নের সাথে
সে দেখা তবু শারীরিক ছুঁয়ে দেখার মত অশ্লীল নয় ...
সে কথা তবু মৃত্যুর মত একজীবনের শেষ কথা নয় ...  


আজ আমার ২৫০ তম লেখা প্রকাশের প্রাক্কালে আন্তরিক ভালোবাসা জানাই বাংলা কবিতা আসরের সব বন্ধু ও বাংলা কবিতা ওয়েবসাইটের সন্মানিত অ্যাডমিন প্যানেলের সদস্যদের । আমার নিয়মিত লেখা ও চর্চার ক্ষেত্রে বাংলা কবিতা যেন আমার কবিতা খোলা ডাইরির মত কাজ করেছে, নিয়মিত লেখা, পড়া ও মত বিনিময় করা সব মিলে একটি কবিতা পরিবারের আবহ পেয়েছি বাংলা কবিতার কাছ থেকে । বিগত বেশ কিছুদিন যাবৎ কিছু ব্যাক্তিগত ও Technical সমস্যার কারনে বাংলা কবিতা আসরে কবিতা পড়ায় তেমন সময় দিতে পারছি না ।  তবু যে বন্ধুরা আমার পাতায় এসেছেন, লেখা পড়েছেন, মতামত দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই, সে স্পর্ধা আমি দেখাবও না । আজকের কবিতাটি তাই উৎসর্গ করলাম আমার সেই সব বন্ধুসহ আসরের সব কবি বন্ধু ও অ্যাডমিন প্যানেলের সন্মানিত সব বন্ধুদের । যেখানেই থাকি, যেভাবেই থাকি কবিতার প্রতি, কবিতা আসরের প্রতি, আসরের বন্ধুদের প্রতি আলাদা একটি টান ছিল, আছে, থাকবে, সব সময় চাই এই পরিবেশ, এই মানুষগুলো আমার চারপাশ ঘিরে থাকুক, তাই আসরের বন্ধুদের জন্য আমার সব অনালাইন ঠিকানা অবমুক্ত করলাম।


ফেসবুক প্রোফাইলঃ www.facebook.com/hasanimti  


ফেসবুক কবিতা পেজঃ www.facebook.com/sorocito


কবিতা ব্লগঃ www.sorocito.tk


ব্যক্তিগত ব্লগঃ www.okopot.tk


টুইটার প্রোফাইলঃ https://twitter.com/imtiaz21apr  


বাংলা কবিতা প্রোফাইলঃ http://www.bangla-kobita.com/hasanimti/  Pen Name: অকুল পাথার


কবিতা ক্লাব প্রোফাইলঃ www.kobitaclub.com Search by Name “হাসান ইমতি” from Poet list  


গল্প কবিতা প্রোফাইলঃ http://www.golpokobita.com/profile/hasanimti


কবিতা ই বারয়ারি প্রোফাইলঃ http://www.kobita.org/e-baroari/blog/831    


ই-মেইলঃ hasanimti@gmail.com


ফেসবুক সাহিত্য গ্রুপঃ www.facebook.com/groups/lekhony


ফেসবুক সাহিত্য গ্রুপ পেজঃ www.facebook.com/lekhony


সাহিত্য গ্রুপ ওয়েবসাইটঃ www.lekhony.tk


ধন্যবাদান্তেঃ হাসান ইমতি, বাংলা কবিতা পেন নেম “অকুল পাথার” ।