- সেটা ঠিক, এটি মুলত কিছু মানুষের নিজেদের শ্রেষ্ঠত্ব
প্রদর্শন ও বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত আর একটি প্রকল্প,
এর সাথে সমগ্র মানব জাতীর সামগ্রিক আবাসন সমস্যা
সমাধানের তেমন কোন যোগসূত্র নেই তবে এই ধরনের
উচ্চাভিলাষী প্রকল্পে যদি পৃথিবীর কিছু মানুষ স্থায়ী ভাবে
বসবাস করতে শুরু করে তবে জনসংখ্যার চাপ তো কিছুটা
হলেও লাঘব হয় ।


-এই প্রকল্পের সাথে সম্পৃক্ত জনগোষ্ঠী পৃথিবীর মোট
জনসংখ্যার খুব নগণ্য একটি অংশ মাত্র পক্ষান্তরে তারা
এইসব ব্যয়বহুল প্রকল্পে যে পরিমান বিনিয়োগ করছে
সেসব তো বিপুল অংকের যা পৃথিবীর মোট অর্থ সম্পদ
থেকে সরাসরি বিযুক্ত হয়ে যাচ্ছে ।এর ফলে আপনার
আমার মত সাধারন মানুষ এ জাতীয় হেভিওয়েট প্রকল্প
থেকে বাড়তি কোন রকম সুযোগ সুবিধা তো পাবেই না,
বরং এতে করে তারা নতুন ধরনের অর্থনৈতিক সমস্যার
মুখে পড়বে ।


- আসলেই কারো পৌষ মাষ আবার কারো সর্বনাশ, কুয়ার
জলে ঢিল ছুড়ে বাচ্চা ছেলেরা খেলা করে আর ব্যাঙের জন্য
তা হয়ে যায় জীবন মরন সমস্যা, সেই বাচ্চারা যেমন কখনো
বুঝতে পারেনি ক্ষুদ্র কুয়োর ব্যাঙের কষ্টের কারন তেমনি উন্নত
বিশ্বের মানুষেরাও কখনো বুঝতে চায়না আমাদের মত তৃতীয়
বিশ্বের মানুষদের দুঃখ কষ্টের কথা ।      


বিদ্রঃ আজ প্রকাশিত হল নিম্ন ও মধ্যবিত্যের গন্তব্যে পৌঁছানর বাহন ঘিরে রচিত“লোকাল সার্ভিস” সিরিজের চুয়ান্নতম পর্ব । প্রতিনিয়ত চলমান পথ থেকে পরিনতির গন্তব্যে ছুটে চলা রংচটা লোকাল সার্ভিস ও তার সাথে জড়িত কিছু আপামর মানুষের গাথাই উপজীব্য হয়েছে এই বহুমাত্রিক Dialogue ঘরানার কবিতায় । সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।