- বিদ্যমান আবাসন সমস্যার দীর্ঘ মেয়াদী ও কার্যকরী
সমাধান হিসেবে আমাদের পূর্বেকার আলোচিত গাড়ী
কেন্দ্রিক চলমান সমাজ ব্যবস্থার চেয়ে জলজ সমাজ
ব্যবস্থা অনেক বেশী বাস্তব সম্ভবনাময় একটি প্রস্তাবনা ।
গাড়ী কেন্দ্রিক চলমান সমাজ ব্যবস্থা এইসব সমস্যার
সাময়িক সমাধান হলেও হতে পারে কিন্তু বেশ কিছু
বাস্তব সীমা বদ্ধতার কারনে এর দ্বারা এই সমস্যা কখনো
সম্পূর্ণ দূরীভূত হবে না ।  


- সেই তুলনায় এরোপ্লেনের বা উড়োজাহাজের মত হাওয়াই
জীবন যাপনকে আপনার কাছে ঠিক কতোটা বাস্তবসন্মত ও
সম্ভবনাময় প্রস্তাবনা বলে মনে হয় ?  


- হাওয়াই বাড়ি বা চাঁদ বা মঙ্গলে আবাসন খুব বেশী মাত্রায়
কল্পবিলাসী ও ব্যয় বহুল হয়ে যাবে, আমাদের মত সাধারন
মানুষের কোন কাজে আসবে না, তাছাড়া এর রয়েছে আরও
কিছু অসুবিধা।


-এটিও তো আসলে উন্নত দেশের বিত্তবান শ্রেণীর মানুষের
পুরনো সেই আত্মপ্রদর্শনের আরেকটি খেলা, এর পেছনেও
রয়েছে কিঞ্চিৎ অনুসন্ধিৎসার সাথে যথারীতি বাণিজ্যিক
হিসাব নিকাশ । এতে সামগ্রিক ভাবে মানবজাতির যে কি
লাভ হচ্ছে তা পরিস্কার নয় কিন্তু এসব উচ্চাভিলাষী প্রকল্পে
যেমন অমানবিক অর্থ ব্যয় হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে প্রকৃতির
নিজস্ব ভারসাম্য ও ইকো সিস্টেম ।    


বিদ্রঃ আজ প্রকাশিত হল নিম্ন ও মধ্যবিত্যের গন্তব্যে পৌঁছানর বাহন ঘিরে রচিত“লোকাল সার্ভিস” সিরিজের আটান্নতম পর্ব । প্রতিনিয়ত চলমান পথ থেকে পরিনতির গন্তব্যে ছুটে চলা রংচটা লোকাল সার্ভিস ও তার সাথে জড়িত কিছু আপামর মানুষের গাথাই উপজীব্য হয়েছে এই বহুমাত্রিক Dialogue ঘরানার কবিতায় । সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।