আজ আলোচনা সভায় একটি প্রশ্ন রাখলাম আসরের বন্ধুদের কাছে, দেখি কে কি ভাবছেন এই বিষয়ে,
মানবিক ভাব ও ভাবনার খেত্র অনেক বিস্তৃত, যার অনেক কিছুই কাগজ কলমে লেখা হয় না, লেখা সম্ভব হয়ে ওঠে না, আর লিখলেই কি সব লেখা সাহিত্য পদবাচ্য হয় ?
কোন কোন বৈশিষ্ট্য বা বিষয়ের উপস্থিতি থাকলে কোন লেখাকে সাহিত্য পদবাচ্য বলা যায়, একটি পূর্ণ কবিতায়ই বা কি কি বিষয় থাকা আবশ্যক ? কোন লেখাকে কখন কবিতা বলা যায়, কখন বলা যায় না ?