জাত শিল্পী অর্থের চেয়ে যে জিনিসে বেশী তৃপ্ত হন তা হল সৃজনের সুখ তবে বাস্তবতা হল মানুষ বলেই কিছু সহজাত জৈবিক চাহিদা পুরন করেই আমাদের বেচে থাকতে হয় ... এবার চলে যাব মাশলোর প্রয়োজনীয়তা তত্ত্বের কাছে ... পশুপাখির সাথে মানুষের পার্থক্য হল তাদের নিড শুধু জৈবিক নয় ... জৈবিক চাহিদা পূরণ হয়ে গেলে বা কখনো কখনো একই সাথে আসে মানসিক চাহিদাও... তাই সৃজনের সুখের সাথে কিছু জৈবিক চাহিদা পূরণের ব্যাপারও চলে আসে ...আর জনপ্রিয়তার সাথে সাহিত্য মানের সম্পর্ক আছে বৈকি, তবে আপামর পাঠকের ভেতর রুচি বৈচিত্র্যের কারনে জনপ্রিয় মানেই শিল্পসম্মত তার নিশ্চয়তা দেয়া যায় না ... তাই সমকালীন জনপ্রিয় সাহিত্য যদি শিল্পমান সম্মত না হয়ে তবে তা মহাকালের আঙিনায় টিকতে পারবে বলে মনে হয় না ... তাই সমকালীন অনেক লেখকই কবিগুরুর মত বলতে পারবে না " আজি হতে শত বর্ষ পরে ... কে তুমি বসি ...।" বা বাংলা সাহিত্য যতদিন থাকবে আমার গানগুলিও থাকবে .তাই সাধনা হোক শিল্পমানের জন্য জনপ্রিয়তা নয়..