কবিতা আসরে আজ প্রকাশিত হল আমার ৩৫০ তম প্রকাশনা । কবিতায় সংখ্যা কোন বিষয় নয়, আসল কথা হল লেখার মান, সেদিক দিয়ে কতোটা এগোতে পেরেছি সে বিচারের ভার আপামর পাঠক ও সময়ের উপরই রইল । তবু মানুষ বলে এই সব ছোট ছোট মাইল ফলকও অনুভূতিকে স্পর্শ করে । কবিতা আসরকে আমি দেখি নিয়মিত চর্চার ক্ষেত্র হিসাবে, আসরে আমার এক বছর পূর্ণ হতে চলেছে, এই সময়ের সব ঘটনা আবহই যে মধুময় ছিল তা নয়, একসময় আসরে যে প্রানের ছোঁয়া অনুভব করতাম, নিজের পরিবারের মত মনে করতাম, যেখানে নিজের যৌক্তিক মতামতের গুরুত্ব থাকে, নিজের সন্মান থাকে, আজ কবিতার বাইরের কিছু কারনে তা অনেকটাই ম্রিয়মাণ। শুধু কবিতার জন্য, নিয়মিত চর্চার জন্য চেয়েও আসর ছাড়তে পারিনি, এই আসরকে বাংলা ভাষা ও কবিতার প্রতিনিধি বলেই মনে করতাম, কিছু কিছু কারনে সে বিশ্বাসও আজ অনাকাঙ্ক্ষিত প্রশ্নের সম্মুখীন, যাইহোক এসব মন খারাপ করা তুচ্ছ কথা, মানুষের দেয়া আনাহুত ব্যাথা ও অপমান ভুলে সামনে শুধু কবিতা নিয়েই ভাবতে চাই । সাম্প্রতিক কিছু ঘটনায় আহত হয়েছি, কবিতার বাইরের বিষয় নিয়ে আসরে এতো বেশী চর্চা হচ্ছে যে কবিতা আড়ালে চলে যাচ্ছে, মনের ভেতর এক পরস্পর বিরোধী দ্বন্দ্ব চলেছে ক্রমাগত অভিমানী ও আত্মসন্মানে বিশ্বাসী মন বলেছে আর নয়, কিন্তু কবিতার প্রতি ভালোবাসা ও যুক্তিবাদী মন বলেছে কবিতার বাইরের বিষয়গুলো মাথা থেকে বের করে শুধু কবিতা নিয়েই ভাবতে, শেষ পর্যন্ত মনের কষ্ট মনে চেপে রেখে সামনে এগিয়ে যেতে চাই শুধু কবিতা নিয়েই, আমার লেখাই হোক আমার পরিচয়, আজ থেকে কবিতা আসরে আমি কবিতার বাইরের কোন বিষয়েই নিজেকে আর কখনো জড়াবো না । ভালোবাসা রইল সবার জন্য ।