- ও দাদারা, ও দিদিমণিরা, হবে নাকি একটা সেলফি ?


- সেলফি? তোমার মতলব খানা কি বলত, দাদারা নাহয় হল,
দিদিমণিদের সেলফি কেন, মতলব তো ভালো মনে হচ্ছে না  ?


- মতলব খারাপ হবে কেন, কিছু স্মৃতি নাহয় রইল ফ্রেমে ধরা ।


- সবাই ওরকম বলে, পরে সব গণ্ডগোল পাকায়, ঢের দেখেছি,
সবই এক, কোন ধান্দা ছাড়া আজ কেউ এক পাও ফেলে না,
এই জগতের সব কিছু এখন চলে লাভ ক্ষতির হিসাব মেনে ।  


- সময়টা আসলেই বদলে গেছে, চারদিকে শুধু অবিশ্বাসের ধোঁয়া,
আজকাল কেউই আর কিছু আর সহজে নিতে পারে না দেখছি।
তবে বলে রাখছি আমার এই ক্যামেরা যেনতেন ক্যামেরা নয়,
ছবি না তুললে কিন্তু পরে আফসোস করতে হবে, ভেবে দেখুন ।  


- সেটা কি রকম, রহস্যের গন্ধ পাচ্ছি, ঝেড়ে কাশো তো দেখি ?


- ঐ যে বললেন মতলব, গণ্ডগোল, এ ক্যামেরা শুধু চেহারা নয়,
মতলবের ছবিও তুলতে পারে, ভালো খারাপ, সব ছবি তুলতে
পারে আমার এই ক্যামেরা, বাদ যায় না কিছুই, সত্য, মিথ্যা, ক্ষোভ,
লোভ, লালসা, লাম্পট্য, ঘৃণা, অহমিকা, সুখ, তৃপ্তি, হতাশা, দুঃখ,
ষড়যন্ত্র, ভালোবাসা, হিংসা সব কিছুর নিখুঁত ছবি তুলতে পারে সে।


- যাহ, এরকম কোন ক্যামেরা আবার হয় নাকি, শুনেছি এক্স রে
ক্যামেরা দিয়ে না কি যে কোন মেয়ের ন্যুড ছবি তোলা যায়,
তোমার এটা আবার কি ক্যামেরা, তুমি দেখছি বড় গুলবাজ !


- শুধু মেয়ের কেন, যে কোন মানুষের ন্যুড ছবি তোলা যায় এক্স রে  
ক্যামেরা দিয়ে, বদ মতলব তো দেখি আপনাদের মাথায়ই ঠাঁসা,
তাই সহজে কাউকে বিশ্বাস করেন না, ভরসা করতে পারেন না,
ও তো পুরনো খবর, আমার এই সর্বদর্শী ক্যামেরা কোথাও পাবেন না ।


- কি করে বুঝবো তুমি সত্যি কথা বলছ, আগে প্রমান দাও তো দেখি ?  


- বিশ্বাসে মিলায় বস্ত, তর্কে বহুদূর, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার ।


- খালি বড় বড় বুলি না কপচিয়ে তুমি যা বললে তা প্রমান করে দেখাও,
শুধু মুখের কথায় আজকাল আর চিড়ে ভেজে না বাপধন, প্রমান না
দিতে পারলে তোমাকে ধোলাই দিয়ে সব জারিজুরি বের করে দেব ।    


- প্রমান তো খুব সহজ, আসুন না আপনার একটি সেলফি তোলা যাক,
আর দুর্বলকে ধোলাই দেয়ার কাজটাই মনে হয় সবাই ভালো পারে !  


- না, না, আমার কেন, অন্য কারো ছবি তুলে দেখাও, তোমারটা তোল ।


- এজন্যই তো আমি সেলফি তুলতে বলেছি, ছবি নয়, এই ছবি না হয়
অন্য কাউকে নাই বা দেখালেন, নিজের সত্যিকার চেহারাটা নিজেই না
হয় গোপনে একবার দেখে নিলেন, নিজেকে নিজে না হয় জানলেন ।


- না, না, তার কোন দরকার নেই, আমি নিজেকে খুব ভালো করে জানি ।  


- হা হা হা, ভয় পেলেন বুঝি, ঐ ছবিতে আপনার সত্যিকার চেহারা বেড়িয়ে
যাবে, বুঝি, আপনি তো আমার কথা বিশ্বাস করেন নাই, কিন্তু এখন তো
দেখছি নিজের উপরও আপনার বিশ্বাস নেই, মুখের উপর মুখোশ এটে
আছেন, ভয়ে ভয়ে আছেন, কখন আবার সত্যিকার চেহারা বের হয়ে যায়,      
আচ্ছা, সত্যি করে বলুন তো নিজেকে আপনি নিজে কি আসলেই জানেন,
নিজেকে নিজে জানলে তো সেলফি তুলতে কোন আপত্তি থাকার কথা নয়,  
নিজের আয়নায় একবার নিজে দাড়িয়ে দেখুন তো নিজেকে চেনেন কিনা,    
আপনার কথাই ঠিক, এরকম কোন ক্যামেরা আসলেই নেই, তবু আমরা
এ কথায় ভয় পেয়ে যাই, মনের বাঘে আমাদের খায়, বনের বাঘে নয়,
ও দাদারা, ও দিদিমণিরা, হবে নাকি একটা সেলফি ?