আমার চালচুলোহীন একলার আকাশ
অথবা
সূর্যের বুকে মাথা রেখে ভাগ করে
নেয়া যৌথ আকাশের নীল সামিয়ানা,
শুধু হৃদয় কি নতুন সুরের মায়ায় জড়ায় ?
বন্ধনের পিছুটানে আকাশ কি একটুও বদলায় ?


আমার নিঃসঙ্গ শীত শাড়ীতে মোড়ানো রাত
অথবা  
মরাল চাঁদের সাথে জ্যোৎস্নার সখ্যতা
ভাগাভাগি করে নেয়া গ্রহণ সুখের প্রশ্রয়,
হৃদয়ের শুন্যতা কি স্বপ্নের পথে পা বাড়ায় ?  
রাত কি তার ধরাবাঁধা সীমানার গন্ডি ছাড়ায় ?    


আমার স্বপ্নের শেকলহীন দীর্ঘ জীবন
অথবা
তোমার সাথে বিশ্বাসের নরম বিছানায়
কাটানো ক্ষয়িষ্ণু সুখের অলকানন্দা,  
সময় কি নদী ভাঙনের লাল চোখ রাঙায় ?
জীবন কি বরাবর একই গন্তব্যে হেটে যায় ?