কি
মায়া
জড়িয়ে    
দুঃখ পথ
বাঁধে হৃদয় ?  
যায়না এড়ানো
বেদনায় ওড়ানো
এলোকেশী মেঘদল,
মৌনতার ডুব নগরী
চেতনায় অতন্দ্র প্রহরী,  
খুঁজে ফেরে জীবনের লহরী,    
রাত জেগে মহাকালের তারারা  
দেয় স্বপ্নের জোত জমিন পাহারা,
সবুজ সংকেত মিলে গেলেও সহজে,
ঘুণে ধরা মননে বেঁচে রয় যানজট,
খেটে খাওয়া কষ্টের লালইটে জমে থাকা  
প্রশ্ন কড়া নাড়ে উত্তরের সদর দরোজায়,  
ভোগের রাজপথ রোজ রাতে কার বাড়ী যায় ?      


অবরোহী অষ্টাদশ