ধরণী মাতাঃ


পায়ের তলায় শিউলি ঝরা নরম আদরের চাদর বিছিয়ে
সন্তানের সফলতার পথ হয়ে যাও তুমি সর্বংসহা ধরণী মাতা,
রৌদ্র তাপে বর্ষা বাদলে তোমার অসীম সইবার ক্ষমতা
কভু হয়না মাগো কোন জড় ক্লান্তিতে এতোটুকুও ম্লান,
অক্ষম অবুঝ সন্তানের শত অন্যায় আব্দার অত্যাচার
তুমি নীরবে সয়ে হয়ে যাও মহাকালের মত নিঃসীমের দেবী ।    
সোনালী ফল ও ফসলের পশরা সাজিয়ে সন্তানের ক্ষুন্নিবৃত্তি  
প্রয়োজনে সবুজের সাজে তুমি হয়ে যাও অনাদি প্রকৃতি মাতা ।    


দেশ মাতৃকাঃ


বিজয় ও সার্বভৌমত্বের চির অম্লান পতাকার উচ্চতা বুকে নিয়ে
তুমি আমার পরিচয়ের পরম উৎসভূমি ওগো প্রিয় দেশমাতৃকা,
তোমার অস্তিত্বের সাথে নিজস্ব নিবিড়তায় সতত মিলে মিশে
থাকে মাগো আমার ভালোবাসে বেড়ে ওঠার সবুজ বালুবেলা,
তোমার উদার আকাশের নীল মায়ার প্রগলভ প্রশ্রয়ে মাগো
আজও পতপতিয়ে ওড়ে আমার প্রথম ভালোলাগার ঘুড়িবেলা,
জীবনের স্রোতে যত দূরদেশে যেখানেই আমি যাই তুমি বিনে
আর কোন পতাকার কাছে মাগো জন্ম জন্মান্তরের ঋণ নাই ।    
  
গর্ভধারিণী মাঃ


জন্মের ঋণ জাগতিক সব সম্পর্কের ভিত্তিমূল করে দেয় ম্লান
তাই কখনো কারো সাথে যায়না মাগো তোমার এ অমল দান,
এ তুচ্ছ জীবন মাগো তোমার পুন্যের বলে মহীরুহ মহীয়ান
তোমার মমতামাখা চরণে মাগো খুজে পাই আত্মার অচ্ছেদ্য বন্ধন,
শ্রদ্ধা ভালোবাসার অজর আসনে মাগো আঁকা তোমার মুখখানি,
তোমার বিহনে বেদনা বিধুর হৃদয় নদীর মত বয় বুকে নিয়ে গ্লানি,
তোমার নামেতে মাগো খুঁজে পাই বিশ্ব জয়ের বিপুল অনুপ্রেরনা
আমার জয়ে মাগো জিতে যাও তুমি তোমার নামে আমি পাই স্বর্গভূমি ।