যে
বহ্নি
পোড়ায়
অকাতর,  
প্রান্তজনের
হৃদয় মথিত
দহন ক্ষত বোঝা  
তারও যে দরকার,
পীড়িতের বেদন মাঝে
বিশ্বস্বামী আপনি বিরাজে,
মানুষেরে চিনে নিতে স্বরূপে
জেনো তার হৃদয় পুন্যে ও পাপে,
জেনো বৃথা নয় কোন ব্যথার দান,  
যে হুকুমে হাকিমের তুলাদণ্ড কাঁদে
দণ্ডিতের ব্যথায় সর্বশ্রেষ্ঠ সে বিচার ।  

প্রকরণঃ অবরোহী পঞ্চদশ