শতজন্ম পরে ভালোবাসার ঘরে
ফেরার পরিণতিহীন কাহিনীতে  
পথ যদি অগস্ত্য গন্তব্য হয়,
আলো ঝলমলে বেলোয়ারী রাতের  
শেষে স্মৃতির আচলে মুখ লুকিয়ে
যদি একাকী কান্নায় ভাঙে হৃদয়,
খুনসুটি রাতের শেষে মৃত প্রণয়,
ভালোবাসা কাগজ কলমে লেখা বিস্ময়,
দিন রাত্রির নিয়মের খেলা শেষে
ভুল হাতে যদি অনুরাগ মন্দিরা রয়,
সম্প্রদানের পাপে যদি ফিরে আসে
পুরনো সে প্রাগৈতিহাসিক বিপর্যয়,
সভ্যতার মেরুকরণে উন্নতির নামে
কি বারবার পরাজিত হয় হৃদয় ?
জীবন কি তবে সময় নদীর কাঁটাল
টানে কেবলই অন্তিমের নৈকট্য সঞ্চয়?