বাংলা কবিতায় মানগত ফিন্টারিং বা প্রকাশিত কবিতার ভেতর থেকে নিরপেক্ষভাবে বাছাই করে সপ্তাহের বা মাসের সেরা বা পছন্দের কবিতা নির্বাচনের বিষয়টি পুরনো প্রসঙ্গগুলোর একটি, ইতিপূর্বেও এই বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হয়ে গেছে, এই বিষয়ে এডমিনের পক্ষ থেকে জানানো হয়েছিলএকক এডমিনের পক্ষে এখানে প্রকাশিত সব কবিতা পড়ে যাচাই করে মানগত বিষয়টি নির্ধারণ করা সম্ভব নয় । কথাটি আদতেই সত্য। এভাবে প্রকাশিত কবিতা বাছাই না করেও আরও একটি প্রক্রিয়ায় কবি ও কবিতার মানগত ফিল্টারিং করা সম্ভব । আমার আজকের পোষ্ট সেই বিষয়ে ।  রেজিস্টেশনের সাথে সাথে নতুন সদস্যদের কবি তালিকায় অন্তর্ভুক্ত না করে তাদের পরীক্ষামূলক "সদস্য" নামে দেখিয়ে, সময়, নুন্যতম কবিতার সংখ্যা বা কবিতার মানগত মডারেশনের ব্যবস্থা করা যেতে পারে, যেমন


০১) বাংলা কবিতায় কোন সদস্যের লেখালেখির বয়স কমপক্ষে তিন মাস


০২) নুন্যতম কবিতার সংখ্যা ৫০ না হলে ও


০৩) এডমিন ও আসরের কবিদের মাধ্যমে গঠিত একটি প্যানেলের লেখার মানগত দিকটি বিবেচনা করার মাধ্যমে পূর্ণ সদস্যপদ প্রদান করা হলে আসরের কবিতার একটি মানগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে । কিছুটা হলেও উন্নতি হবে কবিতা আসরের ।


এই কাজটি সব কবির প্রতদিন প্রকাশিত লেখা যাচাই করার চেয়ে অনেক সহজ, তাছাড়া এখন এডমিনের সহযোগী আরও দুজন এডমিন রয়েছেন, প্রয়োজনে কবিদের ভেতর থেকেও এডমিনের সহযোগী একটি প্যানেল গঠন করা সম্ভব ।  বাংলা কবিতার সার্বিক উন্নতির স্বার্থে এটি  হতে পারে একটি শুভ পদক্ষেপ । আর সবাইকে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হলে কবিদের লেখার একটি নুন্যতম গ্রহণযোগ্যতা থাকবে, কবিরাও নিজেদের মূল্যায়নের একটি সুযোগ পাবেন, গ্রহণযোগ্যতা বাড়বে কবিতা আসরের ।