ছেলেটি চেয়েছিল তরুণী বিকেলটা বারান্দায়
দাড়িয়ে আরও কিছুক্ষণ আড়মোড়া ভাঙুক,
মেয়েটি চেয়েছিল নীল আকাশে ভেসে চলা
সাদা পুরুষ মেঘ তার ভাবনার পাশবালিশ হোক ।


কবি চেয়েছিল তার কবিতার উঠোনে জন্মাক
নাটোরের বনলতা সেনের অধুনা উত্তরসূরি,
প্রেমিক চেয়েছিল তার প্রেয়সীর চোখে শুধু
তার জন্য জ্বলে উঠুক ভালোবাসার মণি কাঞ্চন ।


বাদশাহ নামদার চেয়েছিল তার নাম শুনে
কুর্ণিশ করুক বনের সব অবোধ পশুপক্ষী,
ভিখিরি চেয়েছিল আগামী নবান্নে নতুন ধানের
কিছু কিছু দানায় তার নামও লেখা থাকুক ।


দুঃখিনী মা চেয়েছিল কানা পদ্মলোচন তার
মমতাজ প্রেমে নব্য মুঘল শাহজাহান হোক,
জল্লাদ কাসাব চেয়েছিল লোকে তার নামে মিথ্যে
করে হলেও কিছু ভালোমানুষির গল্প বলুক ।


শুধু চৌরাস্তার মোড়ের উলঙ্গ জগু পাগলা
নিজের নামে কোন সাম্রাজ্যের পত্তন চায় নি,
অভ্যাগতের তালিকায় প্রথমেই কেন পাগলা জগুর নাম
সে প্রশ্নের জবাবে সুখ দেবতা শুধু মুচকি হেসেছিলেন ।