শারীরিক সমস্যার কারনে চিকিৎসকের পরামর্শে টানা সাত দিনের ছুটিতে আছি । সম্পূর্ণ বিশ্রাম, কোন নড়নচড়ন নয়। শরীর কিছুটা অসুস্থ থাকলেও আমার মনটা সম্পূর্ণ সুস্থ আছে, আমি বরং দেখেছি কোন কোন ক্ষেত্রে শরীর খারাপ হলে বোধহয় মন অতিমাত্রায় অনুভূতিপ্রবণ হয়ে পড়ে । বিছানায় আমার সঙ্গী ল্যাপটপ। অসুস্থতার কয়েকদিনে ছুটির অবকাশে কবিতা আসরে সময় নিয়ে বেশ কিছু লেখা পড়লাম । লেখায় অন্যদের মন্তব্য, প্রতিমন্তব্য পড়লাম । প্রায় সব লেখায়ই একই ধরনের মন্তব্য, ভালো লাগলো, অসাধারণ, সুন্দর ইত্যাদি ইত্যাদি । না আমি এটা বলছি না যে লেখা ভালো লাগলে কেউ ভালো লাগছে বলতে পারবে না বা অল্প কথায় মন্তব্য করা যাবে না । কিন্তু কোন লেখার সব মন্তব্য যদি এরকম সংক্ষিপ্ত হয় বা কেউ কেউ যদি সব লেখায় একই ধরনের মন্তব্য করে যায় তখন কিন্ত একটা অতৃপ্তি থেকেই যায় ।